344573

ইরানে অনুষ্ঠিত বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল বিমান প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের এ মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স অংশ নেয়।

সামরিক বাহিনীর যু’দ্ধ-স’ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রকৃত যু’দ্ধ পরিস্থিতি তৈরি হয়।

ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়ার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয় এ মহড়া। দেশের অর্ধেকের বেশি এলাকা নিয়ে এই মহড়া চলে।

সশস্ত্র বাহিনীর যৌথ আকাশ-প্রতিরক্ষা মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর মহড়া উদ্বোধনের পর বলেন, দেশে তৈরি নানা ধরনের ক্ষে’পণা’স্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফ্ট, বোমারু বিমান ও ড্রোন থাকে। এ মহড়ার কোড হচ্ছে ‘ইয়া রাসুলুল্লাহ’। পবিত্র রবিউল আওয়াল মাসে এই মহড়ার আয়োজন করা হলো।

পার্সটুডে

ad

পাঠকের মতামত