344233

সাক্ষাৎকারের সময় ভূমিকম্পে আতঙ্কিত আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

মার্কিন একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় তার ভবন কেঁপে উঠলে শুরুতে দারুণ ভয় পেয়ে যান। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে প্রশ্নের উত্তর দেন। খবর সিএনএনের।

করোনাভাইরাস পর্যটন খাতে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আলোচনার সময় ভূমিকম্প শুরু হলে ভয়ে ক্যাটরিনের চোখ ছানাবড়া হয়ে যায়। আতঙ্কে তিনি বলে ওঠেন, ‘ওহ মাই গড, ভূমিকম্প হচ্ছে।’ একটু এদিক-সেদিক তাকিয়ে বলেন, ‘দুঃখিত, এখন ভূমিকম্প হলো। ওহ।’

ভয় সামলে এর পর হাসতে হাসতে বলেন, ‘এটিই তো আইসল্যান্ড। সম্পূর্ণ ঠিক আছি। বাড়ি এখনও মজবুত, তাই চিন্তার কিছু নেই।’ ৪৪ বছর বয়সী ক্যাটরিন ২০১৭ সাল থেকে আইসল্যান্ডের দায়িত্বে আছেন। মঙ্গলবার দেশটিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর আশপাশের কিছু অঞ্চলে অল্প ক্ষতি হয়েছে।

আইসল্যান্ডে ভূমিকম্প প্রায় প্রতিদিনের ঘটনা। আগ্নেয়গিরির কারণে প্রায়ই এমনটি হয়। চলতি বছর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্নও লাইভ সাক্ষাৎকারে ভূমিকম্পের কবলে পড়েন। তিনিও দ্রুত নিজেকে সামলে নিয়ে দর্শকদের হাসি উপহার দিয়েছিলেন।

ad

পাঠকের মতামত