344005

কথাটা মিথ্যা বলেননি তিনি: মির্জা ফখরুল

‘উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে গেছে’– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তামাশায় পরিণত হয়েছে বহু আগে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে গেছে। কথাটা মিথ্যা বলেননি তিনি। নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ২০১৪ সাল থেকেই।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। গত শনিবার অনুষ্ঠিত ঢাকা–৫ আসনে ‘প্রহসনের নির্বাচনের’ প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে ফখরুল বলেন, দেশের মানুষ যাতে পছন্দের মানুষকে ভোট দিতে না পারে, আপনারা ক্ষমতায় আসার পর সুপরিকল্পিতভাবে সে ব্যবস্থা করেছেন। ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ক্ষমতায় গেছেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, পুলিশকে ব্যবহার করেছেন। মিডিয়াকে ব্যবহার করেছেন।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে তারা ভোট ডাকাতি করেছে। তার আগে ২০১৪ সালের নির্বাচনে ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে মানুষের ভোটের অধিকার নেই।’

তিনি বলেন, অনেকে আমাদের প্রশ্ন করেন– তা হলে আপনারা নির্বাচনে যান কেন? আমরা নির্বাচনে এই জন্য যাই, কারণ আমরা একটা উদার গণতান্ত্রিক দল।

আমরা মনে করি, নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না।’

সম্প্রতি দেশে হয়ে যাওয়া তিনটি উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই– পদত্যাগ করুন। অতীতের সব নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন। এটিই একমাত্র সমাধান।

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের দুর্ভাগ্য– এখন যে নির্বাচন কমিশন আছে, সেটি একটি ঠুঁটো জগন্নাথ, লজ্জা-শরম বলতে কিছু নেই। ঢাকা শহরের পাশে ১০ শতাংশ ভোটও না, আমরা মনে করি ৫ শতাংশও ভোট পড়েনি। বলছে– সন্তষ্ট হয়েছে। একটা মানুষের লজ্জা-শরম-হায়া থাকে, এদের তাও নেই। তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

বিএনপির মহাসচিবের ভাষ্য– এই সরকারের অধীনে কোনো মানুষই নিরাপদ নয়। মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারেন না। সারা দেশে ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘কোভিড বলুন, ধর্ষণ বলুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বলুন– জনগণের নির্বাচিত সরকার ছাড়া কিছুরই সমাধান হবে না।’

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাবিব-উন নবী খান এতে সভাপতিত্ব করেন। সূত্রঃ যুগান্তর

ad

পাঠকের মতামত