343334

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দেখা যাবে ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার

আগামী ৩০ অক্টোবর (চাঁদ দেখা সাপেক্ষে ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

এ উপলক্ষে জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ধর্ম সচিব মো: নূরুল ইসলামের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন (ভার্চুয়াল) আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ধর্ম সচিব জানান, কভিড-১৯ করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরন ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচী গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত