342741

ম’হামারির চেয়েও ভ’য়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধ’র্ষ’ণ : শাকিব খান

বিনোদন প্রতিবেদকঃ ধ’র্ষ’কের স’র্বোচ্চ সা’জা নিশ্চিত করার দাবিতে আ’ন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। ধ’র্ষ’ণের বি’রুদ্ধে প্র’তিবাদ করছেন অনেক তারকারাও।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ধ’র্ষ’ণের প্র’তিবাদে সরব হতে দেখা গেল চিত্রনায়ক শাকিব খানকে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাকিব আরও লেখেন, ‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধ’র্ষ’ণের মা’নসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায় তার কোনো পরিচয় হয় না। সে কখনোই মানুষ নয়। তার একমাত্র পরিচয় সে ধ’র্ষ’ক।’

নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে শাকিব বলেন, ‘আমি সচেতন মানুষ হিসেবে আমার দা’য়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃ’ণিত অ’পরা’ধের বি’রুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার অভিনীত নির্মিতব্য ছবি ‘নবাব এলএলবি’ সিনেমাতেও ধ’র্ষ’ণের মতো জ’ঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নেয়া হয়েছে।’

ধ’র্ষ’ণকে ম’হামারির মতো ভ’য়ংকর ছোঁয়াছে আখ্যা দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘দেশে ম’হামারির চেয়েও ভ’য়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধ’র্ষ’ণের মতো জ’ঘন্যতম অপ’রাধ। এর কারণ ওইসব মানুষরূপী ন’রপ’শুদের নৈতিক অবক্ষয়, মা’দকের বিস্তার, ধ’র্ষণসংশ্লিষ্ট আইনের সী’মাবদ্ধতা, বি’চার প্রক্রিয়ায় প্র’তিবন্ধকতা এবং বি’চারের দীর্ঘসূত্রতা।

দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধ’র্ষ’ণকারীদের দ্রুত বি’চার নিশ্চিত চাই। দৃ’ষ্টান্তমূলক শা’স্তি চাই।’

ad

পাঠকের মতামত