342526

ম্যাক্রোঁর ওপর চটেছেন এরদোয়ান

ইসলাম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য ভ’য়াবহ উ’স্কানিমূলক বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

মঙ্গলবার (০৬ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় মসজিদ এবং ধর্মীয় কর্মীদের এক সভায় তিনি বলেন, ম্যাক্রোঁ বলেছেন, ইসলাম এখন সঙ্কটে। তিনি যে সমাবেশে এ কথা বলেছেন, সেখানে যারা উপস্থিতি ছিলেন তাদের অধিকাংশ মুসলমান। তাদের অস’ম্মান করেছেন ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁর ইসলাম পুনর্গঠনের আহ্বান শিষ্টাচার বহির্ভুত এবং অসভ্যতা বলে নিন্দা জানান এরদোয়ান।

গেলো শুক্রবার তথাকথিত ইসলামি বি’চ্ছিন্নতাবাদ মো’কাবিলায় বি’তর্কিত একটি পরি’কল্পনা ঘোষণা দেন ম্যাক্রোঁ। ওই বক্তব্যে ম্যাক্রোঁ বলেন, বিশ্বে এখন ইসলাম সং’কটে রয়েছে। তার এমন বক্তব্যের তী’ব্র স’মালোচনা এবং নি’ন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব।

এরদোয়ান বলেন, নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য ইসলামকে আ’ক্রমণ-ইউরোপীয় রাজনীতিবিদদের কাছে একটি হাতিয়ারে পরিণত হয়েছে। ম্যাক্রোঁকে দায়িত্বশীল রাষ্ট্র প্রধান হওয়ার আহ্বান জানান। অন্যথায় ঔপনিবেশিক সরকার হিসেবে চিহ্নিত হতে হবে বলেও সতর্ক করেন এরদোয়ান।

পশ্চিমা অনেক দেশ বর্ণবাদ এবং ইসলামভীতিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করে বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

ad

পাঠকের মতামত