340481

আবারো লকডাউনের পথে ব্রিটেন, আ’তঙ্কে প্রবাসীরা

করোনার দ্বিতীয় ধা’ক্কা সামাল দিতে আবারো ধীরে ধীরে লকডাউনের মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটেন। দেশটিতে সবশেষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮শ ৮৯ জন এবং মা’রা গেছেন ১১জন।

করোনা ভাইরাসের প্রথম ধা’ক্কার ধকল কাটিয়ে উঠার আগেই এবার দ্বিতীয় ধা’ক্কা সামলানোর প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন সরকার। দেশটির মাত্র ৮ ভাগ মানুষের শ’রীরে এন্টিবডি, যা দিয়ে ভাইরাসের বি’রু’দ্ধে টিকে থাকা কঠিন হবে। তাছাড়া ঠান্ডা আবহাওয়া বাড়তে থাকায় করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালেন্স।

করোনা মো’কাবিলায় নানা ধরনের বিধি নিষেধ বহাল রেখেছে ব্রিটিশ সরকার। নতুন করে ঘোষণা এসেছে রাত দশটার মধ্যে বন্ধ করতে হবে রেষ্টুরেন্ট ও পানশালাগুলো। করোনার দ্বিতীয় দফার ধা’ক্কা নিয়েও বেশ আ’তঙ্কের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি। বিশেষ করে সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগ উৎকন্ঠার মাঝে থাকতে হচ্ছে অভিভাবকদের। তাছাড়া, চাকরি সংকটসহ অর্থনৈতিক মন্দাভাবও ভাবিয়ে তুলেছে সবাইকে।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাজ্যে করোনায় মৃ’তের সংখ্যা কম। তবে, নভেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ২০০ মানুষ কোভিড উনিশে আক্রান্ত হয়ে মা’রা যেতে পারেন বলে আ’শঙ্কা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত