339827

রাসায়নিক ব্যবহার করে জুস তৈরি, জেল-জরিমানা

কুষ্টিয়ায় নকল জুস ও পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ জেল জরিমানা করা হয়।

র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্প ইনচার্জ জানান, বিকেলে শহরের হরিশংকরপুর এলাকায় সায়েম ফুড এন্ড বেভারেজ খাদ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানাটিতে অবৈধ প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবন ও স্বাস্থ্যহানিকর বিভিন্ন প্রকার জুস ও বেভারেজ জাতীয় পণ্য প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছিল।

তিনি আরও জানান, এসময় নকল এবং মানহীন পণ্য উৎপাদন ও বিপণনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নকল পণ্য।

ad

পাঠকের মতামত