339437

তালেবানের সঙ্গে আফগান সরকারের ‘ঐতিহাসিক’ শান্তি আলোচনা শুরু

আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। এক মাস ঝুলে থাকার পর কাতারে এ আলোচনা শুরু হয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আলোচনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফগান সরকার ও তালেবানের মধ্যে শুরু হওয়া এ আলোচনার উদ্ধোধন করতে কাতারে এসেছেন মাইক পম্পেও। গত ফেব্রুয়ারিতে মার্কিন সরকারের সঙ্গে তালেবানের নিরাপত্তা চুক্তির ফলশ্রুতিতে এ শান্তি আলোচনা হচ্ছে। তবে বিতর্কিত বন্দী বিনিময় নিয়ে এ চুক্তি পরবর্তীতে স্থবির হয়ে পড়েছিল। আফগানিস্থানে অস্থিরতা বিরাজ করছিল, গত চার দশক ধরে চলা যুদ্ধে যেমনটি চলে আসছে।

গত শুক্রবার আফগানিস্তানের শীর্ষ ব্যক্তিদের একটি প্রতিনিধি দল কাতারের দোহার উদ্দেশে কাবুল ত্যাগ করে। ১৯ বছর আগের এই দিনে আফগানিস্তানে তালেবান শাসনে সময়ে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা হয়েছিল।

প্রতিনিধি দলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন, তারা একটি ন্যায় ও মর্যাদাপূর্ণ শান্তি প্রত্যাশা করছেন। গত বৃহস্পতিবার তালেবান জানিয়েছিল তাদের ছয় বন্দীকে মুক্তি দিলে তারা এ শান্তি আলোচনায় অংশ নেবে।

ad

পাঠকের মতামত