
স্মার্টফোন চু’রি করে চালাতে না পেরে ফেরত দিলো চোর
প্রায়ই আমাদের স্মার্টফোন চু’রি হয়ে যায়। চু’রি হওয়া ফোন যে আবার ফিরে পাবে এমন চিন্তা বা আশা কেউ কখনো করে না। কিন্তু এবার স্মার্টফোন চু’রির পর তা চালানোর নিয়ম না জানায় মালিকের কাছেই আবার ফিরিয়ে দিয়েছে চোর।
হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদনে এমন ঘটনা উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুরে।
প্রতিবেদনে জানানো হয়, জামালপুর থানার জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের শাহহুসেনপুর দেওয়ানপাড়ার বাসিন্দা শুভাশিস ভট্টাচার্য কিছুদিন আগে প্রায় ৪৬ হাজার টাকা খরচ করে একটি অ্যান্ড্রয়েড ফোন কেনেন তিনি। কিন্তু গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি মিষ্টির দোকানে গিয়েছিলেন এবং মিষ্টি কেনার পর সেখানেই মোবাইলটি রেখে চলে আসেন তিনি। কিছুক্ষণ পর সেকথা মনে পড়ে তার। মিষ্টির দোকানে দ্রুত যান। তবে মোবাইলটি পাওয়া যায়নি।
ইতিমধ্যে দোকানে বেশ কয়েকজন ক্রেতাও আসেন। তাই কে যে মোবাইলটি নিয়েছে তা বলতে পারেননি মিষ্টির দোকানের কর্মীরাও। বাধ্য হয়ে বাড়ি ফিরে যান শুভাশিস। বারবার ওই নম্বর ফোন করতে থাকেন। তবে ততক্ষণে মোবাইল সুইচড অফ। কেউ যে তার মোবাইলটি হাতিয়ে নিয়েছেন, তা বুঝতে কোনও অসুবিধা হয়নি ওই ব্যক্তির।
এরপর শুভাশিস জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পরে, পুলিশ তদন্তে নামলে জানতে পারে, ২২ বছরের এক তরুণ ফোনটি চু’রি করেছে। ঘটনার সময় সে ওই মিষ্টির দোকানে উপস্থিত ছিলো।
এদিকে, কিছুদিন পরে স্মার্টফোনের মালিক আবার নিজের ফোনে কল করেন যে তিনি ফোনটা খোলা পান কিনা এই জন্য। কিন্তু এবার ফোনটি খোলা পান তিনি। অপর প্রান্ত থেকে কল রিসিভও করা হয়। এ সময় মোবাইল চোর মালিককে জানায়, ফোনটি সে ব্যবহার করতে পারছে না। তাই সে এটি ফিরিয়ে দিতে চায়।
ফোনের মালিক বলেন, ‘ফোনটি ধরলে আমি অবাক হয়ে যাই। পরে পুলিশের সহায়তা নিয়ে আমি ওই ব্যক্তির বাসা থেকে ফোনটি উদ্ধার করি।’
এদিকে চোর ফোন ফেরত দিয়ে দেওয়ায় তাকে গ্রেফতার না করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন মোবাইল মালিক।