
অসন্তুষ্ট বেইজিং, পাকিস্তান সফর বাতিল করলেন চীনা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে ক’বজা করাই এখন পাখির চোখ চিনের। আর বেইজিংয়ের সেই স্বপ্নপূরণের হা’তিয়ার চায়না-পাকিস্তান বানিজ্যিক কমিডোর। বিষয়টা যে পাক নীতি নির্ধা’রকদের কাছে গো’পন কিছু নয় তা বলাই বাহুল্য। কিন্তু নিজের নাক কে’টেও পরের যাত্রাভ’ঙ্গের উদ্দেশ্যে ভারত বিরো’ধিতা করতে গিয়ে ‘অলাভজনক’ প্রকল্পটির ভার বহন করে চলেছে ইসলামাবাদ।
ফলে দু’র্নী’তি ও আর্থিক কেলে’ঙ্কা’রি নিয়ে ক্রমেই পাক ক্ষ’মতার অলিন্দে শিবিরগুলির মধ্যে বিরো’ধ দেখা দিয়েছে। আর এতে রীতিমতো অসন্তুষ্ট চীন। ফলস্বরূপ পাকিস্তান সফর বাতিল করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত জুন মাসে সফর পিছনোর পর চলতি সপ্তাহেই পাকিস্তানে আসার কথা ছিল জিনপিংয়ের। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে জ’ল্প’না উ’সকে ইসলামাবাদে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও জিং জানিয়েছেন, করোনা মহামা’রীর কথা মাথায় রেখে আপাতত পাকিস্তান সফর বা’তিল করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি আরও জানান, যৌথভাবেই ভাইরাসটির সঙ্গে লড়া’ই চলবে দুই দেশ। যদিও তার এই কথা পরি’স্থিতি সামাল দিতে কূটনৈ’তিক বুলি বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই চীন-পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে এতদিন অবশ্য বেজায় উৎফুল্ল ছিল ইসলামাবাদ। এতদিন তারা ভাবছিল, এতে দারুন লাভবান হবে পাক অর্থনীতি। যদিও সম্প্রতি তাদের সেই ভু’ল ভে’ঙেছে। নিজেদের প্রকৃতির ক্ষ’তি করে চীনকে বেশ কিছু রাস্তা বানাতে দিচ্ছে না পাক সেনা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কথায়, চায়না-পাকিস্তান বানিজ্যিক কমিডোর প্রকল্পে পাকিস্তানের বাণিজ্যিক বা আর্থিক কোনও লাভই সেই অর্থে নেই। বরং ওই পথে সস্তার চিনা পণ্যে চেয়ে যাচ্ছে পাক বাজার। মার খাচ্ছে স্থানীয় কারবারিরা। পাশাপাশি, ওই প্রকল্পের অন্তর্গত নির্মাণকাজে নিজের দেশ থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে চিন। ফলে পাকিস্তানিদের কাজের সুযোগ মিলছে না।
বিশেষ করে পাকিস্তান অধি’কৃত কাশ্মীরে এ নিয়ে তী’ব্র বিক্ষো’ভ দেখা দিয়েছে। কিন্তু পাকিস্তান শাস’করা চিনা পুঁজির লোভে এই প্রকল্পে সায় দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, চায়না-পাকিস্তান বানিজ্যিক কমিডোর প্রকল্পের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়ার বি’রু’দ্ধে লা’গাতার দুর্নী’তির অ’ভিযো’গ উঠছে। পরি’স্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কয়েকদিন আগেই ইমরান খানের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন