
সৌদিতে জাতীয় দিবসের ছুটি ঘোষণা
সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে সরকারি কর্মকর্তাদের দুই দিন ও বেসরকারি কর্মচারীদের এক দিন ছুটি ঘোষণা দিয়েছে দেশটি। আজ সোমবার সৌদি আরবের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
সরকারি কর্মকর্তাদের জন্য আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। আর বেসরকারি কর্মকর্তাদের জন্য শুধু বুধবার ছুটি থাকবে।
সৌদি আরব প্রতি বছর ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে। ১৯৩২ সাল থেকে বাদশাহ আবদুল আজিজের নির্দেশে তা পালন শুরু হয়। ২০০৫ সাল থেকে দিনটি ছুটির দিবস হিসেবে পালন করা হয়। এ বছর ৯০তম জাতীয় দিবস পালন করবে সৌদি আরব।
সূত্র : সৌদি গেজেট