
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় বড়সড় ৩টি ধাক্কা খেয়ে বেসামাল ভারত!
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আরও বিধ্বং’সী রূ’প নিয়েছে প্রাণঘা’তী করোনা ভাইরাস। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিকে বড়সড় তিনটি ধা’ক্কা দিল এই মহামা’রী।ব্রাজিলকে পেরিয়ে রবিবার রাতেই করোনা সং’ক্র’মণের বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে উ’ঠে এসেছে ভারত।
রাত পোহাতেই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সং’ক্র’মিতের সংখ্যা ৯০ হাজার পে’রিয়েছে! আর সোমবার সকালেই বেঙ্গালুরুর একটি হাসপাতাল জানাল, সুস্থ হওয়ার পরও ফে’র করোনার সং’ক্র’মণ ধ’রা পড়তে শুরু করেছে। দ্বিতীয় বার সং’ক্র’মিত হওয়ার ঘ’টনাও সা’মনে আসতে শুরু করেছে।
ভারতে দৈনিক এক লাখ সং’ক্র’মণ যে হতে পারে, করোনা-পর্ব শুরুর পর সেই আ’শ’ঙ্কা করেছিলেন বিশেষ’জ্ঞদের একাংশ। আজকের পরিসং’খ্যানের সৌ’জন্যে ওই ভবিষ্যদ্বা’ণী আর অসম্ভব মনে হচ্ছে না। সরকারি হিসাবে মৃ’তের সংখ্যা হাজার পে’রোচ্ছে প্রায় প্রতিদিনই।
‘ওয়ার্ল্ডওমিটার্স’-এর হিসাাবে ভারতে কোভিডে মোট মৃ’ত্যু ৭১ হাজার পে’রিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ওই সমী’ক্ষা অ’নুযায়ী, দেশটিতে সং’ক্র’মিতের সংখ্যা ৪২ লাখ পে’রিয়েছে।
যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃ’তির শিরো’নামে অবশ্য সুস্থতার রে’ক’র্ডের কথাই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, পরপর দু’দিন গোটা দেশে ৭০ হাজারের বেশি কোভিড রোগী (গত ২৪ ঘণ্টায় ৭৩ হাজারের বেশি) সে’রে উঠেছেন। সুস্থতার হার পৌঁছেছে ৭৭.৩২ শতাংশে। অ্যা’ক্টি’ভ রোগী যেখানে ৮.৬২ লাখ, সেখানে সুস্থের সংখ্যা ৩২ লাখের কাছাকাছি— প্রায় চার গুণ। মৃ’ত্যুহার ১.৭২ শতাংশে নে’মেছে। মোট সং’ক্র’মিতের মাত্র ২০.৯৬ শতাংশ এখন অ্যা’ক্টি’ভ রোগী। সূত্র: আনন্দবাজার