338739

মাস্কবি’রোধী বি’ক্ষোভ দেখে গাঁ শি’উরে উঠেছে: ইতালির স্বাস্থ্যমন্ত্রী

এবার মাস্কবি’রোধী বি’ক্ষোভ ছড়িয়ে পড়েছে ইতালিতে। রাজধানী রোমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক না করার দাবিতে বি’ক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ মানুষ। এ প্রতিবাদ দেখে গাঁ শি’উরে ওঠে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ইতালিতে প্রথমবারের মতো মাস্ক না পরার দাবিতে বি’ক্ষোভ সমাবেশ করেছেন নাগরিকরা। করোনা ম’হামারির দ্বিতীয় ঢেউয়ে যখন দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, ঠিক তখন রাজধানী রোমে এমন প্র’তিবাদ হলো। এতে অংশগ্রহণকারীদের অভিযোগ, মাস্ক ব্যবহারের ফলে একে অপরকে চিনতে পারছেন না। এতে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।

এ অবস্থায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা মন্তব্য করেছেন, বি’ক্ষোভ দেখে তার গাঁ শি’উরে উঠছে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম বলেও মন্তব্য করেন তিনি। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে আসার সুযোগ নেই। তাদের আশঙ্কা, ইতালিতে সেপ্টেম্বর-অক্টোবরে করোনা ভাইরাস আবারো জেঁকে বসতে পারে।

তবে আন্দোলনকারীরা হু’মকি দিয়ে বলেছন, তারা মাস্কবি’রোধী আ’ন্দোলন ইতালির অন্যান্য শহরেও ছড়িয়ে দেবেন।

ad

পাঠকের মতামত