338737

কুয়েত সবার আগে ফিরিয়ে নিবে সরকারী চাকুরীজীবি প্রবাসীদের

মধ্যপ্রাচ্যের তেল স’মৃদ্ধ দেশ কুয়েতের সামাজিক ও অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-আকিলের নে’তৃত্বে একটি ক’মিটি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে এমন প্রবাসীদের সবার আগে ফিরিয়ে নিতে কাজ করছে । জানা গেছে, কুয়েতের সরকারী এজেন্সিগুলির প্রতিনিধিরা ইতিমধ্যে হিসাবে কাজ শুরু করে দিয়েছে। তারা বলেছেন ছুটি দেশে গিয়ে আ;টকা থাকা প্রবাসীদের আগে ফিরিয়ে আনা হবে।

দেশটির সামাজিক ও অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-আকিলের নেতৃত্বে দলটি এইসব প্রবাসীদের নিবন্ধনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার সম্ভাবনা নিয়ে গ;বেষণা চালিয়েছে। জানা যায়, আল-আকিল সরকারী সংস্থাগুলিকে তাদের যেসব প্রবাসী কর্মী অ’ত্যন্ত জ;রুরী তাদের একটি তালিকা জমা দিতে বলেছেন ।

কো;ভিড-১৯ এর বি;স্তার রো;ধে সম্প্রতি গৃহীত স;তর্কতামূলক প;দক্ষেপের কারণে কুয়েতে পরবর্তী নি;র্দেশ না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ৩২ টি দেশের নাগরিকদের প্রবেশ নি;ষিদ্ধ রয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রস্তাবিত প্ল্যাটফর্মটি বিদেশে আ;টকা থাকা থাকা নাগরিকদের দেশে ফেরার জন্য সরকারের পরিকল্পনার বাস্তবায়নের সময় ব্যবহার করা হবে।

আর এই প্ল্যাটফর্মটিই প্রবাসী কর্মীদের নিবন্ধনের জন্য ব্যবহার করা হবে, তবে খুবই ;জরুরী এবং ডাক্তার নার্সদের আগে ফিরিয়ে আনা হবে।

ad

পাঠকের মতামত