338593

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের বেতন প্রদানে নতুন পদ্ধতি।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ’হতে অ’ভিবাসী শ্রমিকদের বেতন সচ্ছতার জন্য নতুন প’দ্ধতি হিসেবে ই-ওয়েজ সিস্টেম চালু করার বি’ষয়ে কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী এম সারাভানান। সারাভানান বলেছেন যে, অ’ভিবাসীদের সুরক্ষার জন্য সরকারের নতুন পদ’ক্ষেপের অংশ হিসেবে ইলেকট্রনিক বেতন সিস্টেম চালু করা হবে যেখানে কোন শ্রমিকের বেতন না দেয়া হলে এই ই-ওয়েজেস সিস্টেম সরকারকে অটোম্যাটিক ভাবে সতর্ক বার্তা দিবে।

আর এই সতর্ক বার্তা অনুযায়ী সরকার সেসব কোম্পানিদের বিরু’দ্ধে খুব সহজেই ব্যবসায় গ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, আমর’া এই সিস্টেমটিকে বাস্তবায়ন করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি এবং সরকারের পক্ষ থেকে এবছরই এটি চালু করার সম্ভাবনা রয়েছে। গতকাল সেলা’ঙ্গোরের সেতিয়া আলমের টপ গ্লোভ কর্প কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এছাড়াও শ্রমিকদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করার জন্য কোম্পানিদের একটি নূন্যতম মানদ’ণ্ড বেধে দেয়া হয়েছে।যেখানে আবাসন ব্যবস্থার নিয়ম ভ’ঙ্গ করলে ৫০ হাজার রি’ঙ্গিত জরিমানা করা হবে বলে হু’শিয়ারি দিয়েছেন তিনি।

ad

পাঠকের মতামত