
গাজীপুরে ঝুটের গুদামে আ’গুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আ’গুন আগার ঘটনা ঘটেছে। আ’গুন নিয়’ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের সময় আ’গুন লাগার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক আ’গুন লাগার কারণ ও ক্ষ’য়ক্ষ’তির সম্পর্কে জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই গুদামে আ’গুন লাগে। স্থানীয়রা আ’গুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। কাশিমপুর ডিবিএল, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।