
নিজের পাঁচ সন্তানকেই খু’ন করলেন মা!
জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিংয়েন শহরের একটি ফ্ল্যাট থেকে ৫ শিশুর ম’রদে’হ উ’দ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে ওই শিশুর নানী পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লা’শ উ’দ্ধার করেন।
শিশুদের নানীর অ’ভিযোগ, তার মেয়ে অর্থাৎ শিশুদের মা নিজেই সন্তানদের হ’ত্যা করেছেন। মৃ’ত শিশুদের মধ্যে তিনজন মেয়ে এবং দুইজন ছেলে। মেয়ে তিনজনের বয়স যথাক্রমে এক, দুই ও তিন বছর। অন্যদিকে ছেলে দুটির বয়স ৬ ও ৮ বছর। সন্তানদের হ’ত্যার পর মা চলন্ত ট্রেনের সামনে লা’ফ দেন। তিনি আ’হত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই নারীর ৬ সন্তানের মধ্যে ১১ বছরের এক ছেলে ঘটনার সময় নানীর সঙ্গে বাড়ির বাইরে থাকায় প্রা’ণে বেঁ’চে যায়। তবে এই হ’ত্যাকা’ণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।