338451

কুয়েতে আবারও কা’রফিউ দেওয়ার সম্ভাবনা নাকচ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আবারও কা;রফিউ জা;রির সম্ভাবনা না’কচ করে দেওয়া হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে দেশটির স্বাস্থমন্ত্রী ডা: শেখ বাসেল আল সাবাহ এই ঘো’ষণা দেন। জানা গেছে, কুয়েতে ক;রোনা সং;ক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় কা;রফিউ ও ল;কডাউন ঘো’ষণা হতে পারে, এমন সংবাদের প্রেক্ষিতে স্বাস্থমন্ত্রী ডা: শেখ বাসেল আল সাবাহতা না’কচ করেন ।

স্বাস্থমন্ত্রী ডা: শেখ বাসেল আল সাবাহ বলেন, আংশিক নি;ষেধাজ্ঞাগুলি পু’নর্বহাল করতে মন্ত্রিপরিষদে আলেচনা বা জিজ্ঞাসা কোনটিই হয়নি । স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে কো;ভিড-১৯ সং;কট মো;কাবিলার জন্য শেষ সময়কালে যে আংশিক কা;রফিউ চা;পানো হয়েছিল তা আবারও প্র;য়োগের জন্য মন্ত্রিসভার আবেদনের বিষয়ে যে খবর পাওয়া গেছে তা সত্য নয়।

আরও পড়ুন… কুয়েতে ক’রোনার চি’কিৎসায় জাপানি ঔষধ ‘এভিগান’ এর সফলতা-মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ক;রোনায় আ;ক্রান্ত রোগী;দের চি’কিৎসার জন্য জাপানি ঔ’ষধ “এভিগান” দশদিন ব্যবহারে ইতিবাচক ও উৎসাহজনক ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দৈনিল আল-কাবাস পত্রিকা। পত্রিকাটি কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, ঔষধটি এক ধরনের ট্যাবলেটের মত, এটি শেবনে যে কোনো ক;রোনা রু;গী খুব দ্রু;ত সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পারে, এট ভা;ইরাস দ্বা’রা সং;ক্রমণের প্রথম ল’ক্ষণগুলি দেখা দিলেও এটিও নেওয়া যেতে পারে।

এভিগান ট্যাবলেটটি সাধারনত প্রথমে হা’ল্কা ল’ক্ষন দেখা দিলে দেওয়া হয়, গু;রুতর অ;সুস্থ রো;গীদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্য’বহার হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত এই ট্যাবলেট জাবের হসপিটালে ও মিশরেফ হসপিটালে ২০ জন রু;গীর উপরে ব্যবহার করা হয়েছে, এটি তরুণ রো;গীদের ক্ষেত্রেও খুব কা’র্যকর বলে প্রমাণিত হয়েছে।

তবে, এই ঔষধটি ব্যবহারের আগে রু;গীকে অবশ্যই স’ম্মতি ঘো’ষণা পত্রে স্বাক্ষর দিতে হবে, ও কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নি’র্দেশনা মোতাবেক সেবন করতে হবে। সুত্র উল্লেখ করেছেন কুয়েতে কো;ভিড–১৯ রু;গীর সংখ্যা ক’মে যাচ্ছে ও ধিরে ধিরে আরো উন্নতি হবে, এই ট্যাবলেট ব্যবহারের জন্য কুয়েতের আরো কো;ভিড -১৯ হসপিটাল থেকে অনুরোধ এসেছে।

তারা বলেছেন, যে যারা শ্বা;সকষ্ট অনুভব করেন তাদের এই ওষুধ দেওয়ার প’রামর্শ দেওয়া হয়।সূত্রগুলি নি’শ্চিত করেছে যে স্বাস্থ্য মন্ত্রণাল দ্বারা এভিগান ব্যবহার জাপানের সরবরাহকারীর নি’র্দেশিকা অনুসারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সু;পারিশের ভিত্তিতে এসেছে।তারা প্রধান বৈশিষ্ট্য দিয়েছিল যে যারা কো;ভিড – ১৯ এ আ;ক্রান্ত হয়ে ৫ দিনেই সু’স্থ হয়েছিলেন ।

একজন ৭০ বছর বয়সি কুয়েতি নাগরিক বলেছেন যে, তার চিকিৎসক তাকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত জাপানি ভ্যা;কসিনটি ব্যবহার করার জন্য বেছে নেওয়া হয়েছিল এবং তিনি রাজি হয়ে গিয়েছিলেন, কারন তিনি কো;ভিড- ১৯ এর ল;ক্ষনগুলোতে মা;রাত্মকভাবে ভু;গছিলেন, এভিগান সে’বনে তিনি নি’শ্চিত করেছিলেন যে কয়েকদিন পর তার অবস্থার অনেক উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল আমি এভিগান সর্বশেষ ডো;জ নিয়েছি ও আজ (বুধবার) একটি প;রীক্ষা করা হবে। তারা ভা;ইরাসের উন্নতি দেখতে পাবে, তবে আমার শা;রীরিক অবস্থা খুব ভাল লাগছে।
সূত্রঃ আরব টাইমস কুয়েত

ad

পাঠকের মতামত