338457

এবার কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তি ফিলিস্তিন-ইসরাইল এর!

কাতারের মধ্যস্থতায় ইসরাইল এবং ফিলিস্তিনের হামাসের মধ্যে আপাতত দুই পক্ষই একে অপরের বি’রুদ্ধে কোনো রকম আ’ক্রমণ চালাবে না এমনই চুক্তি হলো । ক’রোনাকালে সা’ময়িক সময়ের জন্য গা’জা উ’পত্যকার সঙ্গে ইসরাইলী সে’নার সং’ঘর্ষ কিছুটা কমলেও গত ৬ আগস্ট থেকে ফের তা শুরু হয়ে গিয়েছিল। কাতারের মধ্যস্থতায় আ’পাতত তার অবসান হলো বলেই মনে করছেন বি’শেষজ্ঞরা।

এদিকে গত ৬ আগস্ট গাজা ভূ’খণ্ড ল’ক্ষ্য করে রকেট ছোড়ে ই’সরাইল। ই’সরাইলের সে’নাবাহিনী দাবি করে, গাজায় হামাসের ক্যা’ম্প ল’ক্ষ্য করে র’কেট ছোড়া হয়েছিল। ইসরাইলের দাবি, দক্ষিণ ইসরাইলে বি’স্ফোরক-বে’লুন পাঠিয়েছিল হা’মাস। এর পর প্রায় প্রতিদিনই হামাস এবং ইসরাইলী সৈ’ন্যদের মধ্যে সং’ঘর্ষ হয়েছে। দুই পক্ষই সীমান্তের দুই পারে র’কেট ছু’ড়েছে।

আ’ক্রমণের পাশাপাশি গা’জা উ’পত্যকায় অ’র্থনৈতিক অ’বরোধ আরো জো’রদার করে ই’সরাইল। গা’জার অ’ধিবাসীদের স’মুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে যায়। সীমান্ত দিয়ে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী ঢোকাও ব’ন্ধ করে দেয়া হয়।

এমনিতেই গা’জা ভূ’খণ্ডে অবরোধ তৈরি করে রেখেছে ই’সরাইল এবং পা’র্শ্ববর্তী রাষ্ট্র মিসর। ২০০৭ সালে গাজা ভূ’খণ্ডে হামাস ক্ষ’মতা দখল করার পরেই মিসর এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে জীবনযাপনের মতো সামান্য রসদ গা’জায় যেতে দেয়া হয়। গত কয়েক দিনে ইসরাইল স’ম্পূর্ণ অ’বরোধ তৈরি করেছিল বলে হা’মাসের দাবি।

এই পরিস্থিতিতে হামাস এবং ইসরাইলের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে কাতার। তেল আভিভে দুই পক্ষের মধ্যে বৈ’ঠক হয়। বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত ইসরাইল সরকারিভাবে কোনো বি’বৃতি দেয়নি। কিন্তু হামাস জানিয়েছে, আলোচনা ফ’লপ্রসূ হয়েছে। ‘সিদ্ধান্ত হয়েছে কোনো পক্ষই একে অপরকে আ’ক্রমণ করবে না। ইসরাইল অ’বরোধ তুলবে।

সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন গা’জার মানুষরা। ফিলিস্তিনের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য ‘জ্বালানি প্রয়োজন। জ্বা’লানির সরবারোহে বাধা দেবে না ইসরাইল। খাবার এবং নি’ত্যপ্রয়োজনীয় জিনিসও আ’টকানো হবে না।

ম’ধ্যস্থতাকারীদের বক্তব্য, বৈঠকে ইসরাইল দাবি করেছে, দক্ষিণ ইসরাইলে বি’স্ফোরক বে’লুন পাঠাতে পারবে না হামাস। র’কেটও ছুড়তে পারবে না। হামাস ইসরাইলের বক্তব্য মেনে নিয়েছে বলেই ম’ধ্যস্থতাকা’রীদের দাবি।

গা’জা ভূ’খণ্ড নিয়ে বি’তর্ক বহুদিনের। হামাসের সঙ্গে ইসরাইলী সৈ’ন্যদের ল’ড়াইও নতুন কোনো ঘ’টনা নয়। ইসরাইল যেভাবে গা’জা ভূখণ্ডে অব’রোধ তৈরি করেছে, যেভাবে সেখানে আ’ক্রমণ চালানো হয়, তা নিয়ে আন্তর্জাতিক ম’ঞ্চে বহু স’মালোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প’রিস্থিতির পরিবর্তন হয়নি।

তারই মধ্যে ক’রোনা নতুন স’মস্যা তৈরি করেছে। গা’জায় ক’রোনা ধরা পড়েছে। হামাস গা’জায় সম্পূর্ণ ল’কডাউন ঘোষ’ণা করেছে। এই অবস্থায় আ’পাতত শা’ন্তিচুক্তি প্রয়োজন ছিল বলেই মনে করছে বি’শেষজ্ঞ মহল।

ad

পাঠকের মতামত