338303

পরমাণু সমঝোতা বাঁচানোর একমাত্র উপায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে- তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সমঝোতার পরিপূর্ণ সুবিধা ইরানকে দেয়া। তিনি বলেন, পরমাণু সমঝোতায় সই করা দেশগুলোকে এই বাস্তব পদক্ষেপ নিতে হবে।

সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক হয়েছে তাকে গঠনমূলক বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। এ বৈঠকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রচেষ্টা বিরুদ্ধে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার ওপর জোর দেয়া হয়েছে।

ভিয়েনায় যৌথ কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব হেলগা ইশমিদ ও আব্বাস আরাকচি আব্বাস আরাকচি বলেন, জয়েন্ট কমিশনের বৈঠকে সদস্য দেশগুলোর সবাই একবাক্যে বলেছেন যে, ২০১৮ সালের ৮ মে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কোনোভাবেই আর সমঝোতার অংশীদার নয়। ফলে পরমাণু সমঝোতাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। পার্সটুডে

ad

পাঠকের মতামত