338281

করোনা আরো ৪.৭ কোটি নারী ও কিশোরীকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে

জাতিসঙ্ঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) নতুন তথ্য অনুসারে, করোনা মহামারি আরো চার কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে দরিদ্র সীমার নিচের জীবনযাপনের দিকে ঠেলে দেবে।

ইউএন উইমেন এবং ইউএনডিপি পরিচালিত এক জরিপের বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, নারীদের দারিদ্র্যের হার নয় দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর আগে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এ হারটি দুই দশমিক সাত শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হয়েছিল।

জরিপ অনুযায়ী, মহামারির কারণে সাধারণত বিশ্বব্যাপী দারিদ্র্যের ওপর প্রভাব পড়বে, নারীরা ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ করে প্রজনন বয়সের নারীরা।

ইউএন উইমেনের প্রধান ফুমজিল এমলাম্বো-এনজিচুকা বলেন, ‘আমরা জানি নারীরা পরিবারের যত্নের জন্য অধিকাংশ দায়-দায়িত্ব গ্রহণ করেন, তাদের আয় কম, সঞ্চয় কম এবং চাকরির নিরাপত্তা অনেক কম, বাস্তবে নারীদের কর্মসংস্থান পুরুষদের তুলনায় ১৯ শতাংশ বেশি ঝুঁকিতে থাকে।’ সূত্র : ইউএনবি

ad

পাঠকের মতামত