
বিমানঘাঁটিতে ইসরাইলি ক্ষে’পণা’স্ত্র হা’মলা রুখে দিয়েছে সিরিয়া
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটির ওপর ইসরাইল নতুন করে ক্ষে’পণা’স্ত্র আগ্রাসন চালিয়েছে। বুধবার রাত ১০টা ২৩ মিনিটের সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষে’পণা’স্ত্র হা’মলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষে’পণা’স্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এবং শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষ’য়ক্ষ’তি হয়েছে।
এর দুই দিন আগে দখলদার ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হাম’লা চালায়। ওই হা’মলায় দুই সেনা নি’হত এবং সাতজন আ’হত হন। সোমবারের হা’মলা অধিকৃত গোলান মালভূমি থেকে পরিচালনা করে ইসরাইলি বাহিনী।
২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র স’ন্ত্রাসীদের স’হিংসতা মোকাবেলায় করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র স’ন্ত্রাসী’দেরকে আমেরিকা এবং ইসরাইল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরাইল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হা’মলা চালিয়ে স’ন্ত্রাসী’দের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। সূত্র : পার্সটুডে