
ছি’নতাইকা’রীকে বাইক থেকে টেনে নামাল ১৫ বছরের কিশোরী
রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ছি’নতাই’কারীর কবলে পরে ১৫ বছরের এক কিশোরী। কিশোরীর হাত থেকে মোবাইল কেড়ে নেয়ার পর বাইক ধাওয়া করে ছি’নতাইকা’রীকে ধরে ফেলে। সোমবার (২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের জালন্ধরে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ধস্তাধস্তির সময় ছি’নতাইকা’রীদের অ’স্ত্রের আ’ঘাতও লেগেছে মেয়েটির।
খবরে বলা হয়, ১৫ বছরের ওই কিশোরীর নাম কুসুম কুমারী। সোমবার টিউশন পড়ে বাড়ি ফিরছিলো সে। তখন তার থেকে মোবাইল কাড়ে নেয়ার চেষ্টা করে বাইকে করে আসা দুই ছি’নতাইকা’রী। ভিডিওতে দেখা যাচ্ছে, কুসুমের হাত থেকে মোবাইল কেড়ে নেয় এক দুষ্কৃ’তী। তখনই বাধা দেয় ওই কিশোরী। চেপে ধরে বাইকের পিছন। এক ছি’নতাইকা’রী নেমে তাকে আ’ঘাতও করে। ওই অবস্থাতেও ছি’নতাইকা’রীকে ছেড়ে দেয়নি কুসুম। সর্বশক্তি দিয়ে তাকে আ’টকে রাখার চেষ্টা করে সে। এই অবস্থায় স্থানীয় কয়েক জন ছুটে আসে। ওই ছি’নতাইকা’রী ধরা পড়ে। অবশ্য তার সঙ্গী বাইক নিয়ে পালিয়ে যায়। তারপর অ’পরাধীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
কুসুমও নিজের ফোন ফেরত পেয়েছে। কিন্তু হাতে আঘাত পাওয়ায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে সেখানকার স্টেশন হাউস অফিসার যতীন্দ্র শর্মা বলেছেন, ‘অভিযুক্তের নাম অবিনাশ কুমার। তার বয়স ২২ বছর। তাকে গ্রে’ফতার করা হয়েছে। তার পলাতক সহযোগীর খোঁজ চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দ’ণ্ডবিধির বিভিন্ন ধারায় মা’মলা দায়ের করা হয়েছে।’