338168

পাবজি’সহ আরও ১১৮টি চিনা অ্যাপ নি’ষি’দ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম দফার দ্বিগুণ। এ বার আরও ১১৮টি চিনা অ্যাপ নি’ষি’দ্ধ করলো ভারত সরকার। এ বারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পাবজি। চীনের এই গেমিং অ্যাপও এ বার থেকে আর খেলা যাবে না ভারতে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সূত্রে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধা’রায় এই অ্যাপগুলি নি’ষি’দ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লি’প্ত, যা ভারতের সা’র্বভৌ’মত্ব ও অখ’ণ্ডতা, প্রতির’ক্ষা, নিরা’পত্তা এবং জনস্বার্থের প’রিপ’ন্থী।

তবে ওয়া’কিব’হাল মহলের দাবি, চিনকে ভাতে মা’রতেই এই পথে হাঁটল ভারত। এর আগে দু’দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নি’ষি’দ্ধ করেছিল ভারত সরকার। ১১৮টি অ্যাপের বি’রু’দ্ধে একা’ধিক অ’ভিযো’গ উঠছিল। তার মধ্যে অন্যতম ছিল তথ্য চু’রি ও অ্যাপ ব্যবহারকারীদের উপর ন’জরদা’রি চালানো। এরপরই অ্যাপগুলি নি’ষি’দ্ধ করল সরকার।

ad

পাঠকের মতামত