338186

কুয়েতে কমছে প্রবাসী, ক্ষ’তির স’ম্মুখীন হবে রিয়েল এসেস্টে খাত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২য় ভাইস চেয়ারম্যান ফাহাদ আল-জওয়ান এক বিবৃতিতে বলেছেন, কুয়েতের জনসংখ্যার পর্যালোচনা করে বোঝা যায় যে কুয়েত থেকে অভিবাসীদের চলে যাওয়া গুরুত্বপূর্ণ প্র;ভাব ফেলবে রিয়েল এস্টেট খাতে।

ফাহাদ আল-জওয়ান বলেন, এর প্র;ভাব ব্যাংকিং খাতেও পড়বে, কারণ ব্যাংক খাতেরও বিপুল বিনিয়োগ রয়েছে রিয়েল এসেস্ট খাতে।

ফাহাদ আল-জওয়ান উল্লেখ করেন, গত মার্চ মাস থেকে কুয়েতের অর্থনীতি মা;রাত্মকভাবে প;ঙ্গু হয়ে পড়েছে, আমদানি কম, রফতানি রো’ধ, সীমান্ত ব’ন্ধ ইত্যাদি মা;রাত্মক ক্ষ;তিগ্রস্থ করেছে দেশের অর্থনীতিকে। কুয়েতের ছোট ছোট দোকানদারাও ব্যাপক ক্ষ;তির স;ম্মুখীন হয়েছেন কো;ভিড-১৯ এ।

ফাহাদ আল-জওয়ান আরও বলেন, শেষ সময়ে অন্যান্য দেশের সাথে পুনরায় রফতানি ও ট্রানজিটকে কুয়েত কোম্পানি ও কারখানাগুলিতে জীবন ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে ভবিষ্যতে কুয়েতের অর্থনীতিকে সচল রাখতে ব্যাপক পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন কুয়েত চেম্বারের পরিচালকরা।

ad

পাঠকের মতামত