337977

সিরিয়ায় ইসরাইলি বিমান হা’মলায় নি’হত ১১

সিরিয়ায় ইসরাইলি বিমান হা’মলায় ১১ জন নি’হত হয়েছে। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক, তিনজন সরকারি সৈন্য এবং সাতজন বিদেশী মিত্র বাহিনীর সদস্য।

এর আগে, দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবারের এ হা’মলায় পাঁচজনের নি’হত হওয়ার খবর জানিয়েছিল।

সংস্থাটি আরো বলছে, দামেস্কের দক্ষিণাঞ্চলে চালানো এ হা’মলায় নি’হতদের মধ্যে ইরান সমর্থিত আধা সামরিক বাহিনীর যো’দ্ধারাও রয়েছে। বাসস

ad

পাঠকের মতামত