337975

নারীর মুখের ভেতর থেকে কি সত্যিই বের করা হল সাপ? (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: সাপের অদ্ভুত সব ভিডিও মাঝে মধ্যেই সামনে আসে। তবে কখনও দেখেছেন কারও মুখ থেকে বে’র করে আ’না হচ্ছে ফুট চারেকের কোনও সাপ? এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি রাশিয়ার ঘ’টনা বলে জানা গিয়েছে।

ভিডিওটি দুবাইয়ের এক সংবাদপত্র ‘আল বায়ান নিউজ’-এর টুইটার হ্যান্ডলে আপলো’ড হয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীর মুখে কালো পাইপের মতো একটি চিকিৎসা য’ন্ত্র প্রবেশ করানো হয়েছে। এবার সেটিকে ধী’রে ধী’রে টে’নে বের করা হচ্ছে। পু’রোটি বে’রিয়ে আসতেই দেখা যাচ্ছে, তার আগায় একটি সাপ আ’ট’কে রয়েছে। সেটিকে বের করে এনে পাশে রাখা বালতিতে ফে’লা হয়। সেখানে উপস্থিত এক নার্সও এমন ঘ’টনা দেখে চ’মকে যান।

স্থানীয় সূত্রে জানায়, রাশিয়ায় ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার এক গ্রামের বাসিন্দা ওই নারী। ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর মুখ দিয়ে সাপটি ঢু’কে যায়। পরে তিনি অসু’স্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তাঁর পেটে কিছু একটি রয়েছে। চিকিৎসকরা প্রথমে নি’শ্চি’ত ছিলেন না, পেটের ভিতরের বস্তুটি একটি সাপ।

ভিডিওতেও দেখা যাচ্ছে, সাপটি বে’র করে আনার পর সেটি দেখে এক নার্স প্রায় ছি’ট’কে স’রে যাচ্ছেন। নারীর মুখ থেকে সাপটি বের করার গো’টা প্রক্রি’য়ার সময় তিনি অচৈ’তন্য অবস্থায় ছিলেন। ওই এলাকায় সবাইকে বিশেষ করে শিশু ও বয়ষ্কদের এই রকম ঘ’টনা থেকে সত’র্ক থাকতে বলা হয়েছে। এমনকি বাড়ির বাইরে না ঘুমতে নির্দে’শ দিয়েছে প্রশাসন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

ad

পাঠকের মতামত