
করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ২১৯টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯৫০ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩১৬ জনে।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনে। এর মধ্যে নতুন করে ৩ হাজার ২৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ০৮ হাজার ১৭৭ জন।