337863

বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে রাশিয়া: স্বাস্থ্যমন্ত্রী

সুযোগ থাকলে রাশিয়া বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সক্ষমতার প্রশ্নটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সরকারের কথাবার্তাও হয়েছে।

এছাড়া অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে। এই ভ্যাকসিন ভারতের সেরাম কোম্পানি উৎপাদন করছে। বেক্সিমকো কোম্পানি এই ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের ব্যবস্থা নেবে।করোনাভাইরাসের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সাথেও সরকারিভাবে আলোচনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে বিনিময় করতে চায়। অ্যান্টিজেন পরীক্ষার জন্য তারা ৮ লাখ ডলার মূল্যের কিট বাংলাদেশে দেবে। আর এটা অল্প দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে।’

তিনি আরো জানান, করোনা পরীক্ষায় দুইটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টের জন্য বাংলাদেশকে কিট দেবে দক্ষিণ কোরিয়া সরকার।

ad

পাঠকের মতামত