337552

ভারত-পাকিস্তান সীমান্তে ২৫ ফুট সুড়ঙ্গের সন্ধান

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ২৫ ফুট লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে বিএসএফ। ওই এলাকায় আর কোনো সুড়ঙ্গ আছে কি না, তার খোঁজে বড় পরিসরে অভিযানে নেমেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার এই সুড়ঙ্গের খোঁজ পায় বিএসএফের একটি টহল দল।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট এবং তিন-চার ফুট চওড়া। যাতে কারো নজরে না পড়ে, সেজন্য সুড়ঙ্গের মুখে ‘পাকিস্তানের তৈরি’ বালির বস্তা ছিল। তাতে শকরগঢ়/করাচি লেখা ছিল। বিএসএফ এই ঘটনায় পাকিস্তানের দিকে আঙুল তুলছে।

জম্মু বিএসএফের আইজি এনএস জামোওয়াল বলছেন, ‘বালির বস্তায় পাকিস্তানের ছাপ আছে। তা থেকে স্পষ্ট যে নির্দিষ্ট পরিকল্পনা ও প্রক্রিয়ার মাধ্যমেই সুড়ঙ্গ খনন করা হয়েছিল। পাকিস্তানি রেঞ্জার্স ও অন্যান্য এজেন্সির অনুমোদন ও মদত ছাড়া এত বড় সুড়ঙ্গ তৈরি করা সম্ভব নয়।’

তিনি জানিয়েছেন, জমির প্রায় ২৫-৩০ ফুট গভীর পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। সুড়ঙ্গের মুখ থেকে প্রায় ১০টি বালির বস্তা সরানো হয়েছে।

ad

পাঠকের মতামত