334479

সূর্যের আশ্চর্যজনক দৃশ্য অবাক করলো সবাইকে!

ডেস্ক রিপোর্ট।। রাখিবন্ধনের দিনে ভারতের রামেস্বারামের আকাশে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। মানুষ প্রথমবারের মত সূর্যকে এত কাছে থেকে দেখেছে। সেই অদ্ভুত দৃশ্য দেখে স্থানীয় মানুষজনের বক্তব্য ছিল, তারা প্রথমবারের জন্য এত সুন্দর সূর্য দেখেছে।

সোমবার বিকেলে রামেস্বারামের সূর্যের চারপাশে দেখা গিয়েছে একটি রিং। ২২ ডিগ্রি কোণে বায়ুমণ্ডলীয় বরফের স্ফটিক এবং আলোর প্রতিবিম্বের কারণে এই রিং তৈরি হয়। মজার বিষয় হল, ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিন এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। এই অদ্ভুত দৃশ্যের ভিডিও শেয়ার করেছে এএনআই। সেটি এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

স্থানীয়রা বলছেন, আকাশে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের বাইরের স্তরগুলি যা ফটোস্ফিয়ারের ওপর কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত তাকেই প্রভামন্ডল বলে।

ad

পাঠকের মতামত