334287

অবশেষে আইপিএলের শুরুর তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : এ বারের আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। রবিবার গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ক্রিকেটমহলে আগে থেকেই জ’ল্প’না চলছিল, ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হবে ফাইনাল। গভর্নিং কাউন্সিলের এ দিনের বৈঠকে তাতেই সিলমোহর পড়ল।

অন্যান্য বার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার। এ বার তা হবে মঙ্গলবার। প্রথম বার প্রথা ভে’ঙে তা হতে চলেছে সপ্তাহের মাঝখানে, একটি ব্যস্ত দিনে। ম্যাচ এগিয়ে আনা হয়েছে আধ ঘন্টা। আইপিএলের বল গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

ঠিক হয়েছে, প্রত্যেক দলের স্কোয়াডে থাকবে ২৪ জন ক্রিকেটার। কোভিড-১৯ পরিবর্ত নেওয়ার ক্ষেত্রে কোনও বি’ধিনিষে’ধ নেই। তা যত জন দরকার, তত জন নেওয়া যাবে। এ বারের আইপিএলে ১০টি ডাবল হেডার হবে। মেগা টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতেই। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভিসার প্রক্রিয়া শুরু করে দিতে বলা হয়েছে।

বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের তরফ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড। ক্রীড়া মন্ত্রনালয়ের তরফ থেকে ইতিমধ্যেই সম্মতি পাওয়া গিয়েছে বলে জানান সেই ভারতীয় বোর্ড কর্মকর্তা। মোট দশটি বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

ad

পাঠকের মতামত