331841

৭০০ নম্বরের মধ্যে ৬৯৪! গণিত, ইতিহাস, ভূগোলে ১০০, ইংরেজি, জীববিজ্ঞানে ৯৯, বাংলায় ৯৮!

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মফস্বল শহর মেমারি থেকে মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থান দ’খল করে তাক লাগিয়ে দিয়েছে অরিত্র পাল। ৭০০ নম্বরের মধ্যে অরিত্র পেয়েছে ৬৯৪ নম্বর।

কলকাতার গণমাধ্যমের খবরে বলা হয়, অরিত্র তিনটি বিষয়ে একশোতে একশোই পেয়েছে। গণিতে সে ১০০ তে ১০০ ই পেয়েছে। একইভাবে ইতিহাস এবং ভূগোলেও সে ১০০ করে নম্বর পেয়েছে। ইংরেজিতে সে পেয়েছে ৯৯ নম্বর। বাংলায় পেয়েছে ৯৮ নম্বর। ফিজিক্যাল সায়েন্সও সে পেয়েছে ৯৮ নম্বর। জীববিজ্ঞানে অরিত্র পেয়েছে ৯৯ নম্বর। ফল প্রকাশিত হওয়ার পরই শিক্ষকরা তার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান।

অরিত্র জানিয়েছে, মাধ্যমিকেরের টেস্টের পর তার পড়াশোনার সময়সীমা আরও বেড়ে গিয়েছিল। দিনে সতেরো আঠারো ঘণ্টা পড়াশোনার মধ্যেই থাকতো সে। সকাল বা রাতে বাঁধাধরা পড়ার রুটিন ছিলো না। খুব গভীর রাত পর্যন্ত সে পড়াশোনা করেনি। তবে রাতে খাওয়া দাওয়ার পর দেড়-দুঘণ্টা পড়াশোনা চলত।

ad

পাঠকের মতামত