331275

‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস’

নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জেনি বেবী কস্তা (৪০) নামে এক খ্রিষ্টান নারী আ’ত্মহ’ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুর ২টায় ওই নারীর শোবার ঘরের দরজা ভে’ঙে পুলিশ তার ঝু’লন্ত ‘লা’শ উদ্ধার করে।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই নারীর বাবার নাম আব্রাহাম কস্তা (মৃ’ত)।

জানা যায়, জেনি একজন তালাকপ্রাপ্ত নারী। ১৬ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার।

মৃ’ত নারীর আত্মীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর জেনি আর বিয়ে করেননি। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনাভাইরাস পরিস্থিতিতে তিনি গ্রামের বাড়ি চলে আসেন। তিনি হতাশায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহ’ত্যার পথ বেছে নিতে পারেন। কারণ, মৃ’ত্যুর আগে তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ২৬টি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন- ‘আমি ম’রে গেলে তোরা এগুলো দেখিস’।

বনপাড়া পুলিশ ত’দন্ত কেন্দ্রের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেছেন জেনি বেবী কস্তা। ময়নাত’দন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে তার লা’শ পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত