331127

গৃহবধূকে ২০ হাজার টাকার জন্য ধ’র্ষণের অ’ভিযোগ, আ’টক ৩

নিউজ ডেস্ক।। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধ’র্ষণে’র অ’ভিযোগে এক তরুণ ও তার দুই সহযোগীকে আ’ট’ক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আ’টকরা হলেন পিরোজপুর জেলার কাইখালী উপজেলার কাঠালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলাম বাপ্পি (২৩), তার দুই সহযোগী শরীয়তপুর সদর উপজেলার মাকসাহারা গ্রামের মৃ’ত ঈসমাইল সরকারের ছেলে মো. ইব্রাহিম (২৮) ও ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার চরকাঠি গ্রামের মো. শাহীন মিয়ার ছেলে মো. একরাম (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত মাসের ২৯ তারিখে ভিকটিম (২৪) তার স্বামীর সাথে পারিবারিক কলহ করে তার বোনের বাড়ি কেরানীগঞ্জের জিনজিরায় চলে যান। পরবর্তীতে তার স্বামী তাকে নিয়ে আসতে গেলে ভিকটিমের বোন নাগরমহল এলাকায় ইব্রাহিমের ক্লাবে তার স্বামীর বি’রু’দ্ধে বি’চা’র দিলে ইব্রাহিম তাদের ক্লাবে ডেকে নিয়ে বিষয়টির মী’মাং’সা করে দেয়।’

‘এরপর ৭ জুলাই বিকেলে তাইজুল ও আরও কয়েকজন ভিকটিমের বাসায় গিয়ে তার স্বামীর নি’কট মী’মাং’সা বাবদ ২০ হাজার টাকা দাবি করে। তখন তার স্বামী টাকা দিতে অস্বীকার করলে একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টায় ওই আ’সামী’রা ভিকটিমকে পুনরায় ক্লাবে ডেকে নিয়ে মী’মাং’সা বাবদ ২০ হাজার টাকা দাবি করে। এতে ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাইজুল ভিকটিমকে ক্লাবের পাশে অন্ধকার গলিতে নিয়ে ছু’ড়ি দিয়ে মৃ’ত্যুর ভ’য় দেখিয়ে তাকে ধ’র্ষণ করে। তখন বাপ্পীর সহযোগী ইব্রাহিম ও একরামসহ আরও অ’জ্ঞাত দুইজন পাহারায় ছিল।’

‘পরে ৯ জুলাই ভু’ক্তভোগী ওই গৃহবধূ র‌্যাব-১০ এ হাজির হয়ে তাইজুল, ইব্রাহিম ও একরামসহ অ’জ্ঞাতনামা আরও দুইজনের বি’রুদ্ধে ধ’র্ষণের লিখিত অ’ভিযোগ দাখিল করেন। অ’ভিযো’গের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর কোম্পানি ক’মান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল রাতেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার নাগরমহল এলাকায় অ’ভিযা’ন পরিচালনা করে ওই তিনজনকে আ’টক করে।’

ad

পাঠকের মতামত