331050

র‌্যাবের অভি’যানে বিপুল পরিমাণ ভে’জাল ওষুধ জ’ব্দ

নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভে’জাল ওষুধ কারখানায় অভি’যান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জ’ব্দ করেছে র‌্যাব-১৩ এর ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই প্রতিষ্ঠানের সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্সবিহীন ভু’য়া চিকিৎসক আব্দুল হাকিমকে দেড় লাখ টাকা জ’রিমানা করা হয়েছে। পরে জ’ব্দ করা ওষুধ পু’ড়িয়ে ফেলা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আব্দুল হাকিম ভে’জাল ঔষধ প্রস্তুত, বিক্রি, সরবরাহ, ওষুধের বোতলের গায়ে মো’ড়ক বা লেবেল না লাগানো, ড্রাগ লাইসেন্স, সার্টিফিকেট না থাকা ও মেয়ার্দ উত্তীর্ণ ওষুধ নতুন বোতলে বিক্রি করে আসছিল।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আব্দুল্লাহ আল নোমান সরকার, র‌্যাব ১৩ এর লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা যৌথভাবে ভে’জাল ওষুধ বি’রোধী অভি’যান পরিচালনা করেন।

এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ সামগ্রী জ’ব্দ করে এবং পরবর্তীতে আইনের নির্ধারিত প’দ্ধতিতে উপস্থিত লোকজনের সামনে সেগুলো আ’গুনে পু’ড়িয়ে ধ্বং’স করা হয়। এছাড়া ভে’জাল ওষুধ বিক্রির অপরা’ধে ভু’য়া চিকিৎসক আব্দুল হাকিমকে এক লাখ ৫০ হাজার টাকা জ’রিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ad

পাঠকের মতামত