330882

খাদ্য স’ঙ্কটে প্রতিদিন ১২ হাজার মানুষের মৃ’ত্যু!

ডেস্ক রিপোর্ট।। মহামারি করোনার কারণে স’ঙ্কটময় সময় পার করছে বিশ্ব। এরমধ্যেই আরও একটি উদ্বেগজনক বার্তা দিল আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে করোনার প্রভাবে আগামীতে যে খাদ্য স’ঙ্কট হবে তাতে প্রতিদিন বিশ্বে অন্তত ১২ হাজার মানুষের মৃ’ত্যু হতে পারে।

করনোয় আ’ক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃ’ত্যু হচ্ছে বিশ্বজুড়ে। কবে এই পরিস্থিতি শান্ত হবে তা বলতে পারছে না কেউই। উল্টো এক প্রতিবেদনে সবাইকে স’তর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

বৃহস্পতিবার, প্রকাশিত নতুন প্রতিবেদনে সংস্থাটি জানায়, করোনায় আ’ক্রান্ত হয়ে যতো মানুষ মা’রা যাবে, এর চেয়েও বেশি মানুষের মৃ’ত্যু হতে পারে ভাইরাসটির প্রভাবে সৃস্ট খাদ্য স’ঙ্কটে। দিন দিন কোভিট ১৯ এর কারণে বিশ্বজুড়ে খাদ্য সঙ্কট বাড়ছেই। এই অনাহারে প্রতিদিন অন্তত ১২ হাজার মানুষ মা’রা যেতে পারে বলেও জানায় সংস্থাটি।

‘দ্য হাঙ্গার ভাইরাস’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, করোনার কারণে খাদ্য উৎপাদন কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি এবং সহায়তা কমে যাওয়ায় এ বছরের শেষ নাগাদ ১২ কোাটির বেশি মানুষ খাদ্য স’ঙ্কটে ভুগতে পারে।

প্রতিবেদনে দাতব্য সংস্থাটি ১০টি দেশকে চিহ্নিত করেছে যেখানে সবচেয়ে বেশি খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এরমধ্যে প্রথমেই আছে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া ও দক্ষিণ সুদানের নাম। এমনকি মধ্যম আয়ের দেশ যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে লাখ লাখ মানুষ খাদ্য স’ঙ্কটে ভুগতে পারে।

সংস্থাটি জানায়, চলতি বছরের শেষে বিশ্বে খাদ্য স’ঙ্কটে ভুগছে এমন মানুষের সংখ্যা বেড়ে ২৭ কোটিতে পৌঁছাবে, গত বছর যেই সংখ্যাটি ছিলো ১৪ দশমিক ৯ কোটি।

ad

পাঠকের মতামত