329623

অগাস্টেই ভারতে তৈরি করোনা ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ আসতে পারে

ডেস্ক রিপোর্ট ।।এই ভ্যাকসিন আনছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ইতোমধ্যে মানুষের উপর প্রয়োগ করে পরীক্ষার ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আইসিএমআর সূত্র আনন্দবাজারকে জানিয়েছে। সূত্র: আনন্দবাজার।

এগুলোর মধ্যে রয়েছে বিশাখাপত্তম, দিল্লি, পাটনা, কর্নাটক, নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, গোয়া, আর্য নগর, কানপুর ও কাট্টানকুলাথুরের (তামিলনাড়ু) প্রতিষ্ঠান।

অক্সফোর্ডসহ বিশ্বে বেশ কয়েকটি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

আইসিএমআর জানিয়েছে, ১৫ অগাস্টের মধ্যেই এই ভ্যাকসিন সকলের ব্যবহারের জন্য বাজারে নিয়ে আসা যায়, তার জন্য সব ধরনের ক্লিনিকাল ট্রায়াল দ্রুত শেষ করতে বলা হয়‌েছে দেশের ১২টি প্রতিষ্ঠানকে। আইসিএমআরকে সহযোগিতা করছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)।

ad

পাঠকের মতামত