329472

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ৫০,২০৩ জনের করোনা শ’নাক্ত

ডেস্ক রিপোর্ট।। বুধবার দেয়া হিসাব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় এ সংখ্যা। এর আগে ২৬ জুন শ’নাক্তের সংখ্যা ছিলো ৪৫,২৫৫ জন। জন হপকিন্স, ওয়ার্ল্ডোমিটার, সিএনএন

বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী ২৬ লাখ ৮৫ হাজার জন। এখন পর্যন্ত মা’রা গেছেন ১ লাখ ২৮ হাজার জন। বুধবার অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যালিফোর্নিয়া, টেনেসি ও টেক্সাসেও রোগীর সংখ্যা রেকর্ড অতিক্রম করেছে।

ক্যালিফোর্নিয়ায় শেষ ২৪ ঘণ্টায় শ’নাক্ত হয়েছেন ৯,৭৪০ জন। রাজ্যটিতে আরও কড়াকড়ি করা হয়েছে লকডাউন। বন্ধ থাকবে সব পাবলিক টয়লেট, রেস্টুরেন্ট ও বার।

মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন উইকেন্ডগুলোতে সকলকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরী। তা না করতে পারলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বিশেষত টেক্সাসে এই কড়াকড়ি খুব জরুরী। কারণ শেতাঙ্গ অধ্যুষিত রাজ্যটির নাগরিকদের অনেকেই করোনার অস্তিত্ব পর্যন্ত মানতে চাচ্ছেন না।

ad

পাঠকের মতামত