329453

মিয়ানমারে পাথর খনিতে ধস, মৃ’তের সংখ্যা বেড়ে ১১৩

ডেস্ক রিপোর্ট।। মিয়ানমারে জেড পাথরের খনিতে ভ’য়াবহ ধসের ঘটনায় মৃ’তের সংখ্যা বেড়ে একশ ১৩ জনে ঠেকেছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মৃ’তের সংখ্যা আরো বড়ে যাওয়ার শ’ঙ্কা রয়েছে।

জানা গেছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় প্রথমে ৫০ জনের ম’র’দেহ উদ্ধার করা হয়। আরো অনেকেই মাটি চাপা পড়ে থাকার ব্যাপারে শঙ্কা ছিল। পরে আরো ৬৩ জনের ম’রদেহ উদ্ধার হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে।

জেড হচ্ছে সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় মিয়ানমারে। মিয়ানমারের মোট জিডিপির অর্ধেক আসে এই জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

প্রসঙ্গত, জেড পাথরের খনিগুলোতে প্রায়শই দুর্ঘ’টনা ঘটে। খনিগুলোর অবকাঠামো নি’রাপত্তাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বলে অ’ভিযোগ রয়েছে। উৎস : আল-জাজিরা

ad

পাঠকের মতামত