329189

রোহিঙ্গা নির্যা’তন ও গণহ’ত্যার দায়ে তিন সেনা কর্মকর্তা দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নি’র্যাতন ও গণহ’ত্যার দায়ে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সামরিক আদালত।

মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়। তবে, তাদের কি ধরনের শাস্তির মু’খোমুখি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাখাইনে ২০১৭ সালের ওই ঘটনায় এরইমধ্যে জাতিসংঘের বিচারিক আদালতে বিচারের মু’খোমুখি হতে হয়েছে মিয়ানমারকে। নির্যা’তন ও গণহ’ত্যার অভি’যোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তদ’ন্তের মধ্যেই নিজেদের সেনা সদস্যদের বিরু’দ্ধে এমন ব্যবস্থা নেয়ার কথা জানালো মিয়ানমার সামরিক বাহিনী।

যদিও, প্রথম থেকেই গণহ’ত্যার অভি’যোগ অস্বী’কার করে আসছিল তারা। পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের চাপে অভি’যোগের সত্যতা প্রমাণে তদ’ন্তে নামে দেশটির সামরিক বাহিনী। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা নির্যা’তন ও গণহ’ত্যার পর দেশটি থেকে সীমা’ন্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসছে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা।

ad

পাঠকের মতামত