329207

চাকরির নামে হাসপাতালে ডেকে বহু নারীকে শা’রীরিক নি’র্যাতন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক।। চাকরির লোভ দেখিয়ে হাসপাতালে নিয়ে বহু নারীকে যৌ’ন নি’র্যাতন করেছেন তিনি। অবশেষে ঘটনার ভিডিও প্রকাশ হওয়া ফেঁ’সে গেলেন খোদ হাসপাতালের ডেপুটি সুপার। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কাটোয়া মহকুমা হাসপাতালে। ঘটনা ফাঁ’স হওয়ার পর অ’ভিযুক্ত ডেপুটি সুপার অনন্য ধর ঘুমের ওষুধ খেয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, কাটোয়া হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার অনন্য ধরের কু’কীর্তির ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ডেপুটি সুপার তার কক্ষের মধ্যে এক মধ্যবয়স্ক নারীকে অশালীনভাবে স্পর্শ করছেন।

কাটোয়ার এক তরুণী সম্প্রতি ভিডিওটি সামাজিকমাধ্যমে পোস্ট করছেন। ভিডিওটি দেখে অ’ভিযুক্ত অনন্য ধরের বি’রুদ্ধে উপযুক্ত ব্যবস্থা দেয়ার দাবি উঠেছে। ফেসবুক পোস্টে ওই তরুণী মুখ্যমন্ত্রীর কাছেও এমন আবেদন জানিয়েছেন।

অন্যদিকে ভিডিও ফাঁ’স হওয়ার স্থানীয় অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা অ’ভিযো’গ করেছেন, ‘নারীদের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ডেপুটি সুপার কাটোয়া মহুকুমা হাসপাতালের মধ্যেই যৌ’ন হেনস্থা করেন। নারীদের নিয়ে মধুচক্রের ব্যবসাও চালান।

তবে এমন অ’ভিযো’গে অনন্য ধরের বি’রুদ্ধে কাটোয়া থানায় আগেও অ’ভিযোগ করা হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। কিন্তু তখন উপযুক্ত প্রমাণের অভাবে নি’র্যাতিত নারী ঘটনাটি মী’মাংসা করে নিতে বাধ্য হয়েছিলেন।

কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রতন শাসমল জানান, ‘ফেসবুকে ভাইরাল পোস্টটি দেখেছি। এই ভিডিয়ো ফুটেজটি হাসপাতালের ভিতরের। হাসপাতালের ভিতরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এ ঘটনার বিভাগীয় ত’দন্ত হবে। বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছি। ঘটনায় দো’ষী সাব্যস্ত হলে অ’ভিযুক্তের উপযুক্ত শা’স্তি হবে।

জি নিউজের খবরে বলা হয়েছে, ঘটনা ফাঁ’স হওয়ার অ’ভিযুক্ত অনন্য ধর ঘুমের ওষুধ খেয়েছেন।

ad

পাঠকের মতামত