327947

আইনমন্ত্রী করোনায় আ’ক্রান্ত নন

নিউজ ডেস্ক।।  আইনমন্ত্রী আনিসুল হকের নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আইনমন্ত্রী কোভিড-১৯ এ আ’ক্রান্ত নন। তিনি সুস্থ আছেন ও বাসা থেকে সব দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।’

সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনায় আ’ক্রান্ত হওয়ায় আইনমন্ত্রী তার নমুনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর গত রোববার সকালে আইসিডিডিআরবি তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে ও রাতেই রিপোর্ট পাঠায়, যাতে তার করোনা ‘নেগেটিভ’ এসেছে।

করোনা ‘নেগেটিভ’ আসায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী পদক্ষেপের ফলে দেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।’

উল্লেখ্য, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনায় আ’ক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্যও। উৎস: সমকাল

ad

পাঠকের মতামত