327269

মনোবল হারাবেন না: দেশবাসীকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস থেকে দেশ ও বিশ্ব একদিন মুক্তি পাবেই; এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ জয়ী হবে। আপনারা কেউ মনোবল হারাবেন না। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী এবং দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন অদৃশ্য শক্তি করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে আসে। তবে এ অবস্থায় দেশবাসীর মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, যুদ্ধ নয়, বিশ্বশান্তি বজায় রাখতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে সাহসিকতার সাথে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করবে নৌবাহিনী, এমন প্রত্যাশার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে নৌবহরে সংযোজিত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিংয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনিং শেষে জাহাজটি আগামী ৯ই জুলাই ২০২০ তারিখে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে। লেবাননের ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে।

ad

পাঠকের মতামত