327079

ক’রোনার এ কোন রূপ, একদিনে ৭ হাজার জনের প্রাণহানি!

প্রা’ণঘাতী চীনা ভা’ইরাস ক’রোনা যেন পুরো পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিয়েছে। বিশ্বজুড়ে কোনো দেশই এই ম’রণব্যধী থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। প্রতিদিন রেকর্ড হারে পৃথিবীতে বাড়ছে ক’রোনার সংক্রমণ। মঙ্গলবার (১৬ জুন) সকাল আটটা থেকে বুধবার (১৭ জুন) সকাল আটটা পর্যন্ত একদিনেই ১ লাখ ৪৪ হাজার ১১৪ জন ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন। একই সময়ে মা’রা গেছেন ৬ হাজার ৯০৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ২১৪ জন। ওয়ার্ল্ডোমিটার সূত্র অনুযায়ী ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ক’রোনাভাই’রাস।

ওয়ার্ল্ডোমিটার জানায়, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ আ’ক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনের মৃ’ত্যু হয়েছে। একই সময়ে আ’ক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ০৬ হাজার ৪২৬ জন। ক’রোনার আ’ক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আ’ক্রান্ত মানুষের সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। দেশটিতে মৃ’ত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। আ’ক্রান্ত ও মৃ’ত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ। আ’ক্রান্ত ও মৃ’তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আ’ক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪। দেশটিতে ক’রোনায় মোট ৪৫ হাজার ৪৫৬ জন মা’রা গেছেন। ক’রোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন ক’রোনাভাই’রাসে আ:ক্রান্ত হয়েছে। মৃ’ত্যু হয়েছে ৭ হাজার ২৮৪ জনের। যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে ক’রোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আ:ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন। মা’রা গেছেন ১১ হাজার ৯২১ জন। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই মৃ’ত্যু দুই অংকে নেমে এসেছে। নতুনভাবে সং’ক্রমণও খুব কম। কিন্তু লকডাউন প্রত্যাহারের কারণে রয়ে গেছে দ্বিতীয় দফায় ম’হামারি ছড়ানোর শঙ্কা।

ad

পাঠকের মতামত