324707

নোয়াখালীতে শিক্ষক, পুলিশ ও ইমামসহ নতুন আ’ক্রান্ত ৯৬ জন

নিউজ ডেস্ক।। নোয়াখালীর পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৯৬ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আ’ক্রান্তদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, সমাজসেবা কর্মকর্তা, ব্যাংকার, নার্স, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন রয়েছে। তবে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে কর্মরত দুইজন নার্সের করোনা শনাক্ত হওয়ায় ওই বিভাগের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে করোনা আ’ক্রান্তদের মধ্যে জেলার সদরে ৪১, বেগমগঞ্জে ৩৪, সোনাইমুড়ীতে আটজন, চাটখিলে ছয়জন ও সেনবাগ উজেলায় সাতজন রয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪১ জন। আর আইসোলেশনে রয়েছেন ৫২৬ জন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, ‘সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৪১ জন। যার মধ্যে চারজন চিকিৎসক, দুজন নার্স, একটি পুলিশ ফাঁড়ির ১২ জন সদস্য, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।’

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, ‘উপজেলায় নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৩৪ জন। যার মধ্যে একজন সমাজসেবা কর্মকর্তা, ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়াও আ’ক্রান্তদের বেশিরভাগ চৌমুহনী পৌরসভার বাসিন্দা।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টার রিপোর্টে জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে কর্মরত দুইজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই আগামী তিন দিন ওই বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আ’ক্রান্তরা আইসোলেশনে রয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।’

ad

পাঠকের মতামত