324079

ঈদের জামাতে শারীরিক দূরত্ব বজায় রেখে হাজারো মানুষ

নিউজ ডেস্ক।। সারাদেশে শারীরিক দূরত্ব রেখে কাতারে কাতারে দাঁড়িয়ে মসজিদ আর ঈদগায় মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছে। ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের প্রাঙ্গণে, রাস্তায়, খোলা জায়গাতে আশেপাশের ভবনের ছাদেও অনেককে নামাজে দাঁড়াতে দেখা গেছে।

মহামারীর মধ্যে এবার ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি। ঈদের নামাজ হয়েছে মসজিদে মসজিদে। করোনাভাইরাস অতি সং’ক্রামক বলে এবার বেশ কিছু বিধিনিষেধ মেনে নামাজ পড়েছেন সবাই। সবাই বাসা থেকে ওজু করে মাস্ক পরে হাজির হন ঈদের নামাজে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাননি পারতপক্ষে কেউ। মুখে সৌহার্দের হাসি বিনিময় ছিল অটুট।

ঈদের জামাতে উপচে পড়া লাখো মুসল্লির সেই পরিচিত দৃশ্যপট ছিল এবার অনুপস্থিত। করোনাভাইরাসের কারণে শতাধিক বছরের পুরোনো সোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি এবার। দেশের অনেক ঈদগায় নামাজ অনুষ্ঠিত হয়নি। কিন্ত পাড়া, মহল্লায়, গ্রামে গ্রামে সমাজে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সীমিত পরিসরে। এক ভিঙ্গ আঙ্গিকে।

ad

পাঠকের মতামত