323763

করোনা রোগীদের সঙ্গে ক্রেনের মাধ্যমে স্বজনদের সাক্ষাৎ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করতে অন্যান্য দেশের মতো বেলজিয়ামেও কড়াকড়ি আরোপ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ অবস্থায় রোগীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশটির একটি ক্রেন কোম্পানি। ক্রেনের মাধ্যমে রোগী ও তার স্বজনদের কিছু সময়ের জন্য কাছাকাছি আনার উদ্যোগ নিয়েছে তারা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিঃসঙ্গ জীবনে দীর্ঘদিন পর প্রিয় মানুষের দেখা পেয়ে আবেগাপ্লুত রোগীরাও।

প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার ট্রিসটান ভ্যান ডেন বলেন, একদিন সকালে দেখলাম, নার্সিং হোমের সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক চিৎকার করে মায়ের সঙ্গে কথা বলছেন। তার মা ছিলেন তৃতীয় তলায়। তখনই মাথায় এলো এই আইডিয়া। ক্রেনগুলো ডিপোতে ফেলে না রেখে এর সদ্ব্যবহার করছি। কিছু মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি।

বহুদিন পর প্রিয় মুখের দেখা পেয়ে প্রিয়জনের স্বাস্থ্যের খবর নিচ্ছেন স্বজনরা। আবেগ আর উচ্ছ্বাস নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।

লা ক্যামব্রে নার্সিং হোমের পরিচালক থিবাউট শেভরিয়ের বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার দারুণ একটি সুযোগ। শিডিউল মেলাতে একটু ঝামেলা আছে। তবে রোগীদের আনন্দ দেখে খুব ভালো লাগছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বেলজিয়ামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন ৫৬ হাজার ৫১১ জন। মা’রা গেছেন ৯ হাজার ২১২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১২৩ জন।

ad

পাঠকের মতামত