323550

মনপুরায় ঝড়ের রাতে শিশুর জন্ম, নাম রাখলেন ‘আম্পান’

নিউজে ডেস্ক।। ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আম্পানের তা’ণ্ডবের মধ্যে প্রসব বেদনা নিয়ে আশং’কাজনক অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এক প্রসূতি মা। বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় ছেলে সন্তানের জন্ম দেন ওই মা।

পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ওই জন্ম হওয়া ছেলে সন্তানের নাম দেয় ‘আম্পান’। ওই প্রসূতি মা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)। ঘূর্ণিঝড়ের রাতে আশং’কাজনক অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় প্রসূতি মা সামিয়া। পরে ঘূর্ণিঝড়ের কারণে ভোলা নেয়া হচ্ছিল না।

তারপরও রাতভর ডাক্তার ও নার্সদের চেষ্টায় সুস্থ অবস্থায় প্রথম ছেলে সন্তান আম্পান (ডাক্তারদের নাম দেয়া) পৃথিবীতে আসে। ওই মা ও সন্তান ‘আম্পান’ সুস্থ রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, ওই প্রসূতি মা আশং’কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে ওই প্রসূতি মা ছেলে সন্তান দিলে আমরা নাম দেই ‘আম্পান’। মা ও শিশু সুস্থ আছে, সকালে বাড়ি চলে গেছে।

ad

পাঠকের মতামত